হরতাল:  মঙ্গলবারের  জেএসসি-জেডিসি  পরীক্ষা  দুপুরে
                                            গণজাগরণ মঞ্চের হরতালের প্রেক্ষাপটে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) মঙ্গলবারের পরীক্ষা সকালের পরিবর্তে দুপুরে নেওয়া হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবারের জেএসসির ইংরেজি প্রথম পত্র এবং জেডিসির বাংলা প্রথম পত্রের পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে বেলা ২টা থেকে শুরু হবে।
‘অনিবার্য’ কারণে এসব পরীক্ষা পেছানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জাগৃতি প্রকাশনীর প্রকাশককে হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধারসহ তিন জনকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আধাবেলা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।
গণজাগরণ মঞ্চের এই হরতালের কর্মসূচিকে কেন্দ্র করেই অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার সময় চার ঘণ্টা পেছানো হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।
                Created at 2015-11-02 17:19:32
                                                            
                                    
                                            
                    
            
            Back to posts
        
                                                        
                    
                                    
                                    UNDER MAINTENANCE