ssc exam routine 2016
২০১৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হয়েছে। আটটি সাধারণ বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এ পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। চলবে ১৪ মার্চ পর্যন্ত।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত এ সময়সূচি প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী সকালের পরীক্ষা ১০টায় শুরু দুপুর ১টা পর্যন্ত হয়ে চলবে। বিকেলের পরীক্ষা দুপুর ২টায় শুরু হবে, চলবে বিকেল ৫টা পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আরো জানা যায়, এবারই প্রথম এমসিকিউ’র (বহুনির্বাচনী) মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এমসিকিউ পরীক্ষার ১০ মিনিট পর শুরু হবে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা।
সময়সূচি অনুযায়ী প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য ফলাফল প্রকাশের সাতদিনের মধ্যে অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। www.moedu.gov.bdএই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানা যাবে।
Created at 2015-11-30 15:43:31
Back to posts
UNDER MAINTENANCE